Header Ads Widget

Blog Header

Life is bed of Roses?

Robiul H Jihad

এই রকম কারো সাথে হয়েছে যে, কারো জীবনে কোন সমস্যা নাই ?
Life is bed of Roses?
এটা অসম্ভব। সমস্যা থাকবে এবং মানতে হবে সমাধানও আছে। শুধু সময়ের ব্যাপার।
জীবনে নানান রকম সমস্যার মধ্য দিয়ে আপনি যান – পারিবারিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, অফিসের বস বা সহকর্মীর সাথে সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বন্ধু-বান্ধব সম্পর্কিত সমস্যা, প্রেম ঘটিত সমস্যা, অসফলতা ইত্যাদি।
এইসব সমস্যার কারনে ২টা ঘটনার সম্মুখীন হতে পারেন আপনি –
১।You can break down(আপনি ভেঙে পরতে পারেন)
অথবা
২। You can become stronger by facing problems.
(সমস্যা মোকাবেলা করে আপনি আরো শক্তিশালি হতে পারেন)
সমস্যার মুখোমুখি হতে হবে,
(The problem must be faced)
সমস্যা থেকে পালিয়ে বেড়ালে সমাধানের দরজা কোনদিন খুলবে না(Running away from problems will never open the door to solutions.)

কোন বিষয়ে দ্রুত রিয়েক্ট না করে একটু সময় নেয়া যেতে পারে। এবং সমাধান আপনার কাছেই। আপনাকেই সমাধানের উদ্যোগ নিতে হবে। সমস্যা সমাধানে যে যত দক্ষ সে তত যোগ্য লিডার ও সিইও।
কোন কোন সমস্যা সমাধান করা লাগে না, একটু সময় নিলে, কিছু সময় গেলে এমনিতেই সমাধান হয়ে যায়।
আর একজন উদ্যোক্তা দক্ষ লিডার হিসেবে তখনই সফল, যিনি তাঁর বুদ্ধিমত্তা, ত্যাগ, কখনো কিছুটা কঠোর হয়ে, তাঁর ব্যাক্তিত্ব দিয়ে এবং বিনয় ও ভালোবাসা দিয়ে সমস্যার সমাধান করেন।
সবসময় জিততে হবে, ভাল থাকতে হবে এই মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে। হেরেও জয়ী হওয়া যায় কখনো কখনো। আবার কোন কোন হার নতুন পথ দেখায়।
সময় নিন!
সময় দিন!
সময় বদলাবে!
সময়ই সব ঠিক করে দিবে ইনশাআল্লাহ!