Header Ads Widget

Blog Header

লক্ষ্য মাত্রায় অবিচল

Robiul H Jihad

আজকের দিনের প্রতিটি মুহূর্ত  আমি সপে দিচ্ছি আগামীর দিনগুলোতে আমার পরিবার, সমাজ এবং দেশের প্রতিটি মানুষকে ভালো রাখার জন্য। 

কে আমাকে কি বললো,কে আমার সাথে কথা বলতে এসে, বেস্ট অব বেটার দিকনির্দেশক সেজে দিকনির্দেশনা দিয়ে আমাকে পিছু হঠানোর পায়তারা করলো বা আর কে আমাকে ভূল বুঝলো সেটা আমার কাছে কোনো ফ্যাক্ট না।
কারণ আমার #0point3 থেকে আমি নিজেকে একজন উদ্যোক্তা হিসেবেই তৈরি করার  জন্য দৃঢ়প্রত্যয়ী যদিও তখন উদ্যোক্তার ডেফিনেশন ই জানতাম না।


কিন্তু আজকের  দিনের গবেষণা'য় বিগত দিনের প্রতিটি মুহূর্ত ছিল আমার "Entrepreneur Part"

যাই হোক আপনারা যারা আমাকে বুঝার চেষ্টা করছেন,আপনারা যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং বিশ্বাস করছেন তাঁদের উদ্দেশ্যে বলা - কে আমার রক্তের সম্পর্কের আর কে অন্যান্য তা আমার কাছে কোনো মেটার না বরং যারা আমাকে বুঝার চেষ্টা করছেন এবং বিশ্বাস করতেছেন কিংবা বিভিন্নভাবে সহযোগিতা করছেন আপনারাই হলেন আমার প্রিয় এবং আপন মানুষ.....

বিঃদ্রঃ আমি যাদেরকেই আমার সাথে যে ভাবে যুক্ত করছি আমার সাধ্যের মধ্যে রেখেই যুক্ত করছি।
কাজ করুন নিজের সাধ্যের মধ্যে থাকা সর্বোচ্চ নিশ্চয়তা নিয়ে ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

#0point3 #successbazar24 #smart_ভবিষ্যৎ #SBL #bikhata_বিখ্যাত #alhamdulillahforeverything