Header Ads Widget

Blog Header

৪০ হাজার জীবনের সাথে যুদ্ধ করে সফল যোদ্ধা আমি

Robiul H Jihad

যারা আমার আবিষ্কার সম্পর্কে জানবে না, তাঁরা তাদের মতো বক্তব্যটাই ছুড়ে  দিবে আমাকে- That's very simple fact!
কারণ আমার আবিষ্কার তো এখনো পৃথিবীর বুকে প্রকাশ ই করি নাই!
তাতে তাঁর বক্তব্য'কেও আমি সম্মান করি।
কারণ তাঁর অবস্থান আর আমার অবস্থান এক নয়।
তিনি তাঁর গবেষণায় অনন্য আর আমি আমার গবেষণা'য় ভেরি অনন্য।

আমার রব আমাকে পৃথিবীতে আসার সময় এক মহা যুদ্ধের মাধ্যমে বিজয়ী করে পাঠিয়েছেন। যার কারণে যেকোনো যুদ্ধে আমি নিজেকে অকুতোভয় মনে করি।
আমি নিজেকে সফল যোদ্ধা মনে করি!
কারো পিছু কথা কিংবা পিছুটান আমাকে পিছিয়ে দিতে পারে না, শুধু আমার সৃষ্টির প্রথম যুদ্ধে ৪০ হাজার শুক্রাণুর বিরুদ্ধে লড়ে আমার বিজয় নিশ্চিত হওয়ার সেই ইতিহাস অধ্যায়ন করে।

লাইফ ইজ গেম অব কম্পিটিশন!
যার কারণে আমার লাইফের প্রতিটি প্রতিযোগিতায় আমাকে জিততেই হবে মহান রবের সন্তুষ্টির সাথে ইনশাআল্লাহ। 

বিখ্যাত মনিষী"রা একটা কথা বলে থাকেন যে,আমি হেরে যাওয়াকে মেনে নিতে পারি কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারি না
(I can accept losing but not trying.)

সবাই রোজা রাখুন, এবং রমজানের পবিত্রতা রক্ষা করুন।মহান রব'কে খুশি রাখুন মহান রব আপনাকে Happy রাখবেন ইনশাআল্লাহ। 

জীবন কিন্তু খুবই সংক্ষিপ্ত (Life is too short)

তাই আপনি আপনার সম্ভাবনাকে আপনার জাতির জন্য তৈরী করা শুরু করে দিন।

The picture is from 1 year ago
Location: Khagrachari