Header Ads Widget

Blog Header

পবিত্র কুরআন মাজিদের কিছু মোটিভেশনাল শব্দ

Robiul H Jihad

কুরআনের ৪টি মোটিভেশনাল ওয়ার্ড খুবই ছোট কিন্তু মিনিংফুলঃ 


১) " লা তাহযান "

অতীত নিয়ে কখনো হতাশ হওয়া যাবে না, অতীতকে মুছে ফেলতে হবে মেমোরি থেকে! 


২) " লা তাখাফ "

ভবিষ্যৎ নিয়ে কখনোই দুশ্চিন্তা করা যাবেনা, তা ন্যস্ত করে দিতে হবে মালিকের উপর। তাওয়াক্কুল তু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।


৩) " লা তাগদাব "

জীবনে চলার পথে বিভিন্ন সময় আমাদেরকে আনএক্সপেক্টেড অনেক বিষয়ের সম্মুখীন হতে হয় এবং হবে, কখনো রাগ করে ভাল কাজে হাল ছেড়ে দেয়া যাবে না!


৪) " লা তাসখাত "

আল্লাহর কোনো সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্ট হওয়া যাবে না কখনো। মাথা পেতে সন্তুষ্ট চিত্তে আল্লাহর ফয়সালা মেনে নেওয়ার মধ্যেই রয়েছে মানসিক প্রশান্তি ও সাফল্য!


আমাদের মানসিক দুশ্চিন্তার সমস্যা সমাধানে ভালো প্রেসক্রিপশন হতে পারে উপরের শব্দ গুলো!


আরও দেখুন

বউ শাশুড়ীর যুদ্ধ



আলহামদুলিল্লাহ ❤️