Header Ads Widget

Blog Header

সাজেক ভ্যালি ভ্রমণ গাইড | Sajek Valley Tour – খাগড়াছড়ির পাহাড়ি রূপকথা


 সাজেক ভ্যালি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা রাঙামাটি জেলার বাঘাইহাট এলাকায় অবস্থিত। পাহাড়, মেঘ আর সবুজ প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল এই সাজেক ভ্যালি। তাই একে অনেকে "বাংলাদেশের দার্জিলিং" বলে থাকেন। প্রতিদিন হাজারো পর্যটক এখানকার সূর্যোদয়, সূর্যাস্ত ও পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে আসেন।