Header Ads Widget

Blog Header

পাহাড়ি টানেল খাগড়াছড়ি

Robiul H Jihad


আমরা দেখেছি ফিলিস্তিনে গাজার কৃত্রিম টানেল।কিন্তু আমাদের দেশেও যে রয়েছে এক রহস্যময় প্রাকৃতিক টানেল কজনেই বা দেখেছি।

পার্বত্য জেলা খাগড়াছড়ির এ টানেল দেখার জন্য বহু দেশি-বিদেশি পর্যটক ভীড় জমায়।



খা
গড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায়, মূল শহর হতে ৭ কিলোমিটার পশ্চিমে সমুদ্র সমতল হতে ৩০০০ ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা পাহাড়ে আলুটিলা গুহা অবস্থিত। এটি মূলত আলুটিলা পর্যটন কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত। আলুটিলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে ৪০ টাকার টিকিট কেটে প্রবেশ করতে হয়। স্থানীয়রা একে বলে রহস্যময় গুহা বা টানেল। এটি খাগড়াছড়ির একটি নামকরা পর্যটন কেন্দ্র।
এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল। কোন প্রকার সূর্যের আলো প্রবেশ করে না বলে টর্চের আলো বা মশাল নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। সুড়ঙ্গের তলদেশ পিচ্ছিল এবং পাথুরে ও এর তলদেশে একটি ঝর্ণা প্রবহমান। গুহাটি দেখতে অনেকটা ভূ-গর্ভস্থ টানেলের মত যার দৈর্ঘ্য প্রায় ৩৫০ ফুট। গুহাটির এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হতে আনুমানিক ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। গুহাটির প্রায় জায়গায় উচ্চতা কম হওয়ায় নতজানু হয়েও হেটে যেতে হয়।এটি একটি প্রাকৃতিক গুহা।