Header Ads Widget

Blog Header

মাইনাসে মাইনাসে একদিন ঠিকই + হয়ে যাবে

যখন নিজের চোখের সামনে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলো মিথ্যা বলে সমাজে প্রমাণিত হতো তখন থেকেই আমি বিচ্ছিন্নভাবে চিন্তা করা শুরু করি।অর্থাৎ সবাই যেভাবে চিন্তা করে আমি তার ভিন্ন টা করি।
আর আমার চিন্তা চেতনা তখন থেকেই  ডিফারেন্স হতে থাকে।

প্রতিটি গভীর চিন্তা থেকে একটা নতুন সম্ভাবনা তৈরি হয়।

আমি সবার পরামর্শ গভীর মনোযোগ দিয়ে শুনি,তা ইতিবাচক হলে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করি। 
আর আমার ডিকশনারীর সাথে সাংঘর্ষিক হলে কাউকে হতাশ করি না তবে নিজের মধ্যে নেই না সহজে ,সেটা নিয়ে গবেষণা বাড়িয়ে দেই শুধুমাত্র সেই পরামর্শের সারমর্ম জানার জন্য। 
 

--=++ (মাইনাসে মাইনাসে একদিন প্লাস হবে সেই লক্ষ্যেই হাটার চেষ্টা করি)
- রবিউল জিহাদ