Header Ads Widget

Blog Header

অর্থ এবং মূল্যবোধ


জীবনের সবচেয়ে মূল্যবান বস্তুগুলো অর্থ দিয়ে কেনা যায় না-
আপনি অর্থ দিয়ে অনেক কিছুই কিনতে পারবেন বাট চাইলেও অনেক কিছুই নয়-
যেমন-
অর্থ দিয়ে আমোদ প্রমোদ কেনা যাবে কিন্তু সুখ নয়।
অর্থ দিয়ে বিছানা কিনা যাবে কিন্তু নিদ্রা নয়।
অর্থ দিয়ে অনেক অনেক পুস্তক কিনা যাবে কিন্তু প্রজ্ঞা নয়।
অর্থ দিয়ে অনেক সুন্দর সুন্দর ঘড়ি কেনা যাবে কিন্তু সময় নয়।
অর্থ দিয়ে হয়তো সহচর কিনা যাবে কিন্তু বন্ধু নয়।
অর্থ দিয়ে অনেক মূল্যবান জিনিস কিনা যায় তবে সৌন্দর্য নয় |
অর্থ দিয়ে খাদ্য কিনতে পারি চাইলেই কিন্তু ক্ষুধা নয়।
অর্থ দিয়ে ঔষধ কেনা যায় কিন্তু স্বাস্থ্য নয়।
টাকা পয়সা দিয়ে আংটি বা রিং কেনা যায় তবে বিবাহ নয়।

আসলে প্রতিটি বিষয়ের মধ্যে লুকায়িত অমূল্য বিষয়কে যারা অনুধাবন করতে জানে না তাদের পড়াশোনা কিংবা জানাশোনার অনেক বেশি ঘাটতি রয়েছে।